ইনসাইড বাংলাদেশ

বিমানের পর এবার সিলেটে ট্রেন চলাচলও বন্ধ


প্রকাশ: 18/06/2022


Thumbnail

টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে তলিয়ে গেছে পুরো সিলেট। ইতোমধ্যে বন্যার ফলে বিমানের পর এবার সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে না কোনো ট্রেন। সেই সঙ্গে সিলেট স্টেশনে কোনো ট্রেন আসবেও না।

শনিবার (১৮ জুন) দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্যার কারণে বিভিন্ন জায়গায় রেল লাইন পানির নিচে তলিয়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাও স্টেশন থেকে যথারীতি সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক থাকবে। বন্যার পানি নেমে গেলে তখন পুনরায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে রেল ছেড়ে যাবে ও আসবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭