ইনসাইড টক

দু’জনের মাঝে শেয়ারিং ব্যাপারটা বেশ ভালো ছিলো: নিরব


প্রকাশ: 18/06/2022


Thumbnail

দুটো ডাকাত দলের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘অমানুষ’। শুক্রবার (১৭ জুন) দেশের ৪১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নিরব ও মিথিলা জুটির প্রথম সিনেমা ‘অমানুষ’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।



নতুন এই ছবিতে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন নায়ক নিরব। নতুন ছবি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা ইনসাইডারের  সাথে কথা হলো নিরবের।

বাংলা ইনসাইডার: ‘অমানুষ’ দিয়ে কেমন সাড়া পাচ্ছেন?

নিরব: আলহামদুলিল্লাহ, গতকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছে ছবিটি কেমন সাড়া পাচ্ছে। যারা হলে গিয়ে ছবিটি দেখেছে তাঁরা সবাই ছবিটির প্রশংসা করেছে, আমার লুকের প্রশংসা করেছে। তবে হ্যাঁ দর্শক সংখ্যা আরও বেশী হতো যদি বৃষ্টি না হতো। তবে আশা করি বেশ ভালোই যাবে ছবিটি।



বাংলা ইনসাইডার: মিথিলার সাথে রসায়ন কেমন ছিল?

নিরব: মিথিলার সাথে আমার রসায়ন বেশ ভালো ছিলো। আমরা বেশ পুরাতন বন্ধু। এর আগেও কাজ করেছি আমরা। দুইজনের মধ্যে যেহেতু শেয়ারিং ব্যাপারটা বেশী ছিলো, সো খুব সহজেই কাজটা শেষ করেছি।

বাংলা ইনসাইডার: প্রথমবার ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করলেন। অভিজ্ঞতা কেমন ছিলো?

নিরব: চরিত্রটিতে কাজ করতে গিয়ে বেশ ভালো লাগা কাজ করেছে। আমার হেয়ার কাট, দাড়ি সব কিছু মিলিয়েই আমার চরিত্রটা খুব সুন্দর ভাবেই ফুটিয়ে তুলেছেন নির্মাতা অনন্য মামুন।



বাংলা ইনসাইডার: শুটিংয়ে মজার কোনো অভিজ্ঞতা আছে কি?

নিরব: আমরা এই ছবির শুটিং টানা ২৩ দিন করেছি। ২৩ দিনের মাঝে শুধু রাতের বেলায় ঘুমানোর সময় চার দেয়াল দেখতাম কেননা সকাল ৬টা থেকে শুরু করে রাত পর্যন্ত টানা শুটিং করতাম। তবে মজার বিষয় হচ্ছে রাতে আমরা একে অন্যকে ভয় দেখাতাম। আমরা যেহেতু জঙ্গলে থাকতাম সো রাতে সব জায়গাতেই অন্ধকার থাকতো। কাজ শেষে নিজেরাই নিজেদের সাথে মজায় মেতে উঠতাম।

বাংলা ইনসাইডার: বর্তমানে কি কি কাজ হাতে আছে?

নিরব: সরকারি অনুদানের দুইটি কাজ করেছি। পাশাপাশি ক্যাসিনো সহ বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি নির্মাতা সাইফ চন্দনের 'কয়লা' নামের একটি ছবির শুটিং করছি।

পরিচালক মামুনের গল্পে সিনেমাটির সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা, ডন, আনন্দ খালেদসহ অনেকে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭