ইনসাইড এডুকেশন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে হাঁটুসমান পানি, ক্লাস ও পরীক্ষা স্থগিত


প্রকাশ: 19/06/2022


Thumbnail

টানা ভারী বর্ষণে সিলেট বিভাগের প্রায় ৮০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছে। সিলেট নগরবাসীর জনজীবন স্থবির হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ, সড়ুক ও রেল যোগাযোগ রাস্তা। তবে এবার  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পানি উঠেছে। ফলে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা।

শনিবার (১৮ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বন্যার কারণে শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শনিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম জানান, ভারী বৃষ্টিপাত আর উজানের পাহাড়ি ঢলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তলিয়ে গেছে। এমন অবস্থায় ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি জানান, শনিবার সকালের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি দেখা দেয়। ক্যাম্পাসের আশপাশের সড়কেও একইভাবে পানি জমে থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। তাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭