ইনসাইড গ্রাউন্ড

অ্যান্টিগা টেস্টে ৯ বছর আগের স্মৃতি ফেরালেন সাকিব


প্রকাশ: 19/06/2022


Thumbnail

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন। দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টেই পেলেন হাফ সেঞ্চুরির দেখা। এতে ৯ বছর আগের এক স্মৃতিই তিনি ফিরিয়ে আনলেন।

২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের দুই ইনিংসেই ফিফটির দেখা পেয়েছিলেন সাকিব। এবার অ্যান্টিগায় পেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একই সঙ্গে টানা তিন ইনিংসে ফিফটি হাঁকালেন টাইগারদের টেস্ট অধিনায়ক। এর আগে দেশের মাটিতে শ্রীলঙ্কা বিপক্ষে সর্বশেষ ইনিংসেও ফিফটির দেখা পেয়েছিলেন সাকিব।

এক ম্যাচের দুই ইনিংসেই ফিফটি করার কৃতিত্ব অবশ্য এর আগেও আরও তিনবার দেখিয়েছেন সাকিব। ২০১৩ সালে জিম্বাবুয়ের আগে ২০১১ সালে এই ওয়েস্ট ইন্ডিজ এবং এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের দুই ইনিংসে ফিফটির দেখা পেয়েছিলেন তিনি।

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ক্যারিবীয়ানদের বিপক্ষে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের বাকিদের ব্যর্থতার মধ্যেও ফিফটি তুলে আউট হন সাকিব। ক্যারিবীয়দের দেয়া ১৬২ রানের লিড টপকাতে গিয়ে ১০৯ রানে ৬ উইকেট হারিয়ে যখন হারের ক্ষণ গুনছিল বাংলাদেশ, তখন সাকিব আল হাসানের ব্যাটে কাটে বিপদ। ধীর গতিতে এগিয়ে দলকে ইনিংসে হারের লজ্জা থেকে বাঁচিয়ে অ্যান্টিগা টেস্টে তুলে নিলেন টানা দ্বিতীয় ফিফটি। যা সাকিবের ক্যারিয়ারে ২৯তম অর্ধশতক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭