ইনসাইড বাংলাদেশ

ভারি বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধস


প্রকাশ: 19/06/2022


Thumbnail

টানা ভারি বর্ষণের কারণে খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

রোবাবর (১৯ জুন) খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকায় বৃষ্টির সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বর্ষণে পাহাড় থেকে নামা ঢলের পানিতে বাড়ির টিন ও দেয়ালে মাটি ভেঙে পড়ে। এ সময় বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। পাহাড় ধসের পর বাড়ির মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। 

এদিকে, জেলা সদর ও বিভিন্ন উপজেলায় আশ্রয় কেন্দ্র চালু করা হলেও কেউ তাতে যাচ্ছে না। পানি নামতে শুরু করেছে মাইনী নদীতে। এতে করে দীঘিনালার মেরুং ও কবাখালীর সড়ক ও বসত বাড়ি থেকে পানি নেমে গেছে। তবে কৃষি জমি ও নিম্নাঞ্চল এখনও পানির নিচে তলিয়ে আছে। চেংগী নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী লোকজন আতঙ্কে রয়েছে। পৌর শহরে বিভিন্ন এলাকায় সুষ্ঠু ড্রেনের ব্যবস্থা না থাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭