ইনসাইড বাংলাদেশ

‘পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ ৫০ বছর এগিয়ে গেল’


প্রকাশ: 19/06/2022


Thumbnail

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বাঙালির স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ ৫০ বছর সামনে এগিয়ে গেল।

রোববার (১৯ জুন) শরীয়তপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

উপমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের আর্থিক সক্ষমতা ও সাহস বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতু নির্মাণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে করার সক্ষমতা তৈরি হলো। এ সেতু নির্মাণের ফলে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, নাহিম রাজ্জাক ও পারভিন হক সিকদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে’সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭