ওয়ার্ল্ড ইনসাইড

সফলভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালালো চীন


প্রকাশ: 20/06/2022


Thumbnail

চীন ঘোষণা করেছে যে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে এবং তারা যেমনটি প্রত্যাশা করেছিল তেমনই সফলতা এসেছে বলে জানিয়েছে।

রোববার (১৯ জুন) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সফলতার কথা ঘোষণা করে। এতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার যে সফলতা অর্জিত হলো তা নিতান্তই প্রতিরক্ষামূলক এবং কোনো দেশকে উদ্দেশ্য করে করা হয় নি।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এবং ২০১৮ সালে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছিল বেইজিং।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীন তার সামরিক বাহিনীকে আধুনিকায়ন করছে। এর অংশ হিসেবে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হলো। চীন এমন সব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে যা মহাকাশে অবস্থান করা কৃত্রিম উপগ্রহসহ পরমাণু শক্তি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেও ধ্বংস করতে পারে।

সাম্প্রতিক দিনগুলোতে চীন এবং পশ্চিমা বিশ্বের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। এই উত্তেজনার মধ্যে আমেরিকা দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। সূত্র: পার্সটুডে


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭