ওয়ার্ল্ড ইনসাইড

ইসরায়েলে ফের জাতীয় নির্বাচন


প্রকাশ: 21/06/2022


Thumbnail

ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা যেনো কোনভাবেই কাটিয়ে উঠতে পারছে না দেশটির রাজনৈতিক মহল। চার বছরের মধ্যে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইহুদিবাদী দেশটিতে। জোট সরকারে ফাটল ধরায় আগামী সপ্তাহেই সংসদ ভেঙে দিতে বিল আনছে দেশটি। 

সংসদ ভেঙ্গে দিলে পুনরায় দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী অক্টোবরে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 

এদিকে জোট ভেঙে যাওয়ায় খানিকটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আসছে নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরবেন তিনি। 

দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচন অনুষ্ঠিত হবে তার জোটসঙ্গী ইয়ার লাপিদের অধীন। কারণ, জোটের শর্ত অনুসারে, সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় লাপিদ প্রধানমন্ত্রী থাকবেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭