ইনসাইড গ্রাউন্ড

এক নজরে খেলাধুলা: ৭ জানুয়ারি,২০১৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/01/2018


Thumbnail

প্রতিদিনের খেলার টুকরো খবর নিয়ে বাংলা ইনসাইডার-এর বিশেষ আয়োজন এক নজরে খেলাধুলা

শনিবারের খেলার টুকরো খবর

ফুটবল 
১৬০ মিলিয়নে বার্সায় কৌটিনহো
ফিলিপে কৌতিনিয়োকে দলে টানতে বার্সেলোনার তিনটি প্রস্তাব ফিরিয়ে দেওয়া লিভারপুল এবার রাজি হয়েছে। ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডারকে পেতে স্পেনের দলটির ১৬০ মিলিয়নের নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

এফএকাপ
ম্যানসিটি-বার্নলি
সের্হিও আগুয়েরোর নৈপুণ্যে বার্নলিকে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ইংল্যান্ডের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে বার্নলিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় সিটি। দলের জয়ে জোড়া গোল করেন আগুয়েরো। বাকি দুই গোলদাতা লেরয় সানে ও বের্নার্দো সিলভা।

ক্রিকেট
দি অ্যাশেজ
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
পঞ্চম টেস্ট, ৩য় দিন
কাঙ্ক্ষিত সেঞ্চুরি ছুঁয়ে আরও অনেক দূর এগিয়ে গেলেন উসমান খাওয়াজা। তিন অঙ্কের খুব কাছে গিয়ে দিন শেষ করলেন শন মার্শ। হাফ সেঞ্চুরি পেরিয়ে ছুটছেন আরেক মার্শ, মিচেল। অস্ট্রেলিয়ার লিডও তাই হয়ে উঠছে হৃষ্টপুষ্ট। সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে ১ম ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৪৭৯। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এগিয়ে আছে তারা ১৩৩ রানে। প্রথম অ্যাশেজ সেঞ্চুরিতে ১৮টি চার ও একটি ছক্কায় ১৭১ রানে আউট হয়েছেন খাওয়াজা। সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি থেকে ২ রান দূরে দিন শেষ করেছেন শন মার্শ।

সংক্ষিপ্ত স্কোর:  ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৪৬
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৫৭ ওভারে ৪৭৯/৭ (আগের দিন ১৯৩/২) (খাওয়াজা ১৭১, স্মিথ ৮৩, শন মার্শ ৯৮*, মিচেল মার্শ ৬৩*; অ্যান্ডারসন ১/৫২, ব্রড ১/৭০, মইন ১/১২৫, কারান ০/৭১, ক্রেইন ১/১৩৫, রুট ০/২১)

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ
প্রথম টেস্ট, দ্বিতীয় দিন

দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৬৫ রান। নাইটওয়াচম্যান কাগিসো রাবাদা ২ ও হাশিম আমলা ৪ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ৭৭ রানের লিড নেওয়া স্বাগতিকরা এগিয়ে ১৪২ রানে।

সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৮৬
ভারত ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ২৮/৩) ৭৩.৪ ওভারে ২০৯ (বিজয় ১, ধাওয়ান ১৬, পুজারা ২৬, কোহলি ৫, রোহিত ১১, অশ্বিন ১২, পান্ডিয়া ৯৩, ঋদ্ধিমান ০, ভুবনেশ্বর ২৫, শামি ৪*, বুমরাহ ২; ফিল্যান্ডার ৩/৩৩, স্টেইন ২/৫১, মর্কেল ২/৫৭, রাবাদা ৩/৩৪, মহরাজ ০/২০)

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ২০ ওভারে ৬৫/২ (মারক্রাম ৩৪, এলগার ২৫, রাবাদা ২*, আমলা ৪*; ভুবনেশ্বর ০/১৬, বুমরাহ ০/১৪, শামি ০/১৫, পান্ডিয়া ২/১৭, অশ্বিন ০/৩)

প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারাল নিউজিলান্ড
ফখর জামানের ব্যাটে ম্যাচে ফিরেছিল পাকিস্তান। বড় রান তাড়ায় শুরুতেই হোঁচট খাওয়া দলটি জাগিয়েছিল আশা। কিন্তু সেই রোমাঞ্চে জল ঢেলে দিল বৃষ্টি। কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু করল নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৬১ রানে জিতেছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

 

রবিবারের খেলাধুলা

ক্রিকেট
দি অ্যাশেজ
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
পঞ্চম টেস্ট, ৪র্থ দিন
অ্যাশেজ সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে আজ মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। খেলাটি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ
প্রথম টেস্ট, তৃতীয় দিন
খেলাটি বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়(২.৩০) সরাসরি সম্প্রচার করবে টেন১ ও টেন৩।  

ফুটবল 
এফএকাপ
নটিংহ্যাম-আর্সেনাল
খেলাটি বাংলাদেশ সময় রাত ১০টায় সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।

লা লিগা
বার্সেলোনা-লেভান্তে
খেলাটি বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।

রিয়াল মাদ্রিদ-সেল্টা ভিগো
খেলাটি বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।


বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭