ওয়ার্ল্ড ইনসাইড

মধ্যপ্রাচ্যর তিনদেশে সফর শুরু সৌদি যুবরাজের


প্রকাশ: 21/06/2022


Thumbnail

মিশর দিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু করলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মধ্যপ্রাচ্য সফরে মিশর ছাড়াও জর্ডান ও তুরস্ক সফর করবেন তিনি।  

সোমবার (২০ জুন) সন্ধ্যায় কায়রো পৌঁছুলে সৌদি যুবরাজকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। 

কাইরোর প্রেসিডেন্ট প্রাসাদে দুই নেতার আলোচনায় বসার কথা রয়েছে। এতে তারা আঞ্চলিক এবং বিস্তৃত আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়াদি আলোচনা করবেন।

মিশর সফর শেষে সৌদি যুবরাজ জর্ডানে যাবেন। সেখানে তিনি সৌদির মিত্র জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে আলোচনায় বসবেন। এরপর সৌদি যুবরাজ তুরস্কে যাবেন। 

বাইডেনের সফর সামনে রেখে সৌদি যুবরাজ মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলো সফর করছেন। আগামী মাসে (১৩-১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জেদ্দা সফর করবেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭