ইনসাইড বাংলাদেশ

বন্যার পানিতে তলিয়ে প্রাণ গেলো প্রধান শিক্ষকের


প্রকাশ: 22/06/2022


Thumbnail

নেত্রকোণার মদনে বন্যার পানিতে তলিয়ে হাফিজুর রহমান (৫৫) নামে এক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় স্বজনরা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি। 

হাফিজুর রহমান মদন পৌরশহরের এমদাদপুর গ্রামের আব্দুর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি উপজেলার বেসরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান বাড়ির সামনের রাস্তা থেকে নিজ বাড়ি যাওয়ার সময় বন্যার পানিতে পড়ে তলিয়ে যান। পরে স্বজনরা উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭