ইনসাইড গ্রাউন্ড

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/01/2018


Thumbnail

১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের পরিবর্তিত চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করা হচ্ছে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে অংশ নেবে এই আসরে। সর্বশেষ ২০১০ সালে দেশের মাটিতে ভারত ও শ্রীলংকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিলো বাংলাদেশ। তবে ওই আসরের স্মৃতিটা মনে রাখতে চাইবে না বাংলাদেশ দল।

১৫ জানুয়ারি শুরু হওয়া এই আসর ২৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে। দিবা-রাত্রির প্রতিটি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ১০ জানুয়ারি ঢাকায় আসবে জিম্বাবুয়ে এবং ১৩ জানুয়ারি শ্রীলঙ্কা। ১৫ জানুয়ারি থেকে প্রথম পর্বের প্রথম ম্যাচ মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এরপর ১৭ জানুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ১৯ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

এরপর ২১ জানুয়ারি ফিরতি পর্বে আবারও জিম্বাবুয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ২৩ জানুয়ারি ফিরতি পর্বে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ২৭ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।


বাংলা ইনসাইডার/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭