ইনসাইড বাংলাদেশ

অনেকেই বলেছিল যে পদ্মা সেতু জীবনেও হবে না: প্রধানমন্ত্রী


প্রকাশ: 22/06/2022


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পদ্মা সেতু যখন নিজস্ব অর্থায়নে করার সিদ্ধান্ত নেয়া হল, সে সিদ্ধান্তের বিরোধিতা করে অনেকেই বলেছিল যে পদ্মা সেতু জীবনেও হবে না”। প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরু করেন খালেদা জিয়ার মন্তব্য দিয়ে। বেগম খালেদা জিয়া বলেছিলেন যে, পদ্মা সেতু জীবনেও হবে না।

আজ বুধবার সকালে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নির্ধারিত লিখিত বক্তব্য শেষে তিনি পুরনো সংবাদপত্র থেকে বিভিন্ন বিশেষজ্ঞ, অর্থনৈতিক বিশ্লেষকদের বক্তব্য পড়ে শোনান। সেসব বক্তব্য পড়ে তিনি বলেন, ‘এসব বিশেষজ্ঞের কেন এত আত্মবিশ্বাসের অভাব আমি জানি না। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হবে কি না- তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছিলেন। পদ্মা সেতু হয়েছে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। গাড়ি নিয়ে এসে পদ্মা সেতু পার হয়ে যান।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মা সেতুর নির্মাণ কাজের গুণগত মানে আপস করা হয়নি। এই সেতু নির্মিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে। পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সর্বোচ্চ মান বজায় রেখে। পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানো ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম। সর্বোচ্চ ১২২ মিটার গভীর পর্যন্ত এই সেতুর পাইল বসানো হয়েছে। ভূমিকম্প প্রতিরোধ বিবেচনায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭