ওয়ার্ল্ড ইনসাইড

সরকার গঠনে মাক্রোঁর প্রস্তাবে 'না' দুই বিরোধী দলের


প্রকাশ: 22/06/2022


Thumbnail

ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর দলের নেতৃত্বাধীন জোট পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারপর সরকার গঠনের জন্য বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন মাক্রোঁ। কিন্তু মাক্রোঁর দলের সঙ্গে সরকারে যেতে রাজি নয় দুই বিরোধী দল। 

প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর এলআর (দ্য রিপাবলিকান) নেতা জেকব বলেছেন, তারা বিরোধী আসনেই বসবেন। কারণ, জনগণ সেই রায় দিয়েছে। জেকব বলেছেন, প্রথমবার প্রেসিডেন্ট হিসাবে মাক্রোঁ ছিলেন খুবই উদ্ধত।

তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, ''আমরা সংস্থাকে অচল করতে চাই না।'' এলআরের পছন্দের নীতি নিয়ে চললে সংখ্যালঘু সরকারের আনা কিছু বিলে তারা সমর্থন জানাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন জেকব। জেকবের দল এবার ৬১টি আসন পেয়েছে। ফলে তার সমর্থন পেলে বিল পাস করতে সরকারের আর কোনো অসুবিধা হবে না। কিন্তু জেকবের শর্ত হলো, তার দলের পছন্দের নীতি নিয়ে সরকারকে চলতে হবে।

বামপন্থিদের নেতৃত্বে নুপেস জোটের শরিক সমাজবাদী পার্টির সঙ্গেও মাক্রোঁর কথা হয়েছে। তারা জানিয়ে দিয়েছে, বামপন্থি জোটের নীতি মেনে পদক্ষেপ নিলে মাক্রোঁর দলের নেতৃত্বাধীন জোটকে সমর্থন করতে তাদের কোনো অসুবিধে নেই। যেমন, বামপন্থি জোটের দাবি, মাসিক ভাতা এক হাজার তিনশ ইউরো থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশ ইউরো করতে হবে। এই পদক্ষেপ নিলে বামপন্থি জোট সমর্থন করবে।

প্রশ্ন হলো, তাহলে কি মাক্রোঁ সংখ্যালঘু সরকার চালাবার কথা ভাবছেন বা ওইদিকেই যেতে চাইছেন? সেক্ষেত্রে প্রতিটি বিল নিয়ে সরকারকে বিরোধীদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমর্থন পেতে হবে। মাক্রোঁ এবার অতি-দক্ষিণপন্থি নেতা ল্য পেনের সঙ্গে কথা বলবেন। আর মাক্রোঁ যদি বিরোধীদের সমর্থন না পান, তার সংস্কার কর্মসূচিতে বিরোধীরা সায় না দেন, তাহলে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেবে। সেক্ষেত্রে মাক্রোঁকে পার্লামেন্ট ভেঙে দিয়ে আবার নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে। সূত্র: ডয়েচে ভেলে


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭