ইনসাইড বাংলাদেশ

সিলেট থেকে প্রচারণা শুরু আ. লীগের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/01/2018


Thumbnail

সিলেটে জনসভার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ, যেখানে নেতৃত্বে থাকবেন স্বয়ং দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তাঁর অংশগ্রহণে রাজশাহী, বরিশাল, খুলনা ও কক্সবাজারে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আর চলতি মাসে ১২ তারিখ থেকেই দেশব্যাপী সাংগঠিনক সফরে নামবে দলের সভাপতিমন্ডলীর সদস্যদের নেতৃত্বে আওয়ামী লীগের শক্তিশালী ১০ টিম।

একাধিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্তগুলো গৃহীত হয়। বৈঠকে আসন্ন ঢাকা উত্তর এবং রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থিতা নিয়েও আলোচনা হয়। ঢাকা সিটি উত্তরের মেয়র পদে উপ-নির্বাচনে বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম মনোনয়নের ব্যাপারে আরেকবার ইঙ্গিত পাওয়া গেছে বৈঠকে। আর রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে যথাক্রমে এইচএম খায়রুজ্জামান লিটন এবং বদরুদ্দীন আহমেদ কামরান মনোনয়নের ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দলীয় এমপির বিরুদ্ধে কথা বললে সেটি সরকারের বিরুদ্ধেই যাবে। মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছবে।’ তিনি আরও বলেন, ‘মুখ দেখে নয়, জরিপ দেখেই প্রার্থী দেয়া হবে।’

নির্বাচনী প্রচারণা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন ও বিএনপি-জামায়াত জোটের দুঃশাসন, সন্ত্রাস-দুর্নীতি ও নৈরাজ্যের কথা তুলে ধরতে হবে। কোন প্রার্থী নয়, নৌকার পক্ষে মানুষের কাছে ভোট চাইতে হবে। জনমত জরিপের ভিত্তিতে যোগ্য ও জনপ্রিয়দের আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে।’

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭