ইনসাইড বাংলাদেশ

সিলেটের বানভাসিদের ৫ কোটি টাকা সহায়তা যুক্তরাজ্যের


প্রকাশ: 22/06/2022


Thumbnail

সিলেট বিভাগে বন্যা দুর্গতদের জরুরি ত্রাণ সহায়তার জন্য ৪ লাখ ৪২ হাজার ৫৪৮ পাউন্ড বরাদ্দ দিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। 

বুধবার (২২ জুন) এক বিজ্ঞপ্তিতে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

যুক্তরাজ্যের এ অর্থ সহায়তা স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে বরাদ্দ করা হয়েছে এবং এর আওতায় জরুরি ত্রাণ সহায়তা বাস্তবায়ন করবে কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চিয়ান এইড, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

ব্রিটিশ হাইক‌মিশন জানায়, সিলেটের বন্যা দুর্গতদের জরুরি ত্রাণ সহায়তার জন্য যুক্তরাজ্য পাঁচ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। এ নিয়ে গত কয়েক সপ্তাহে বন্যা দুর্গতদের জন্য ৭ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে ব্রিটেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭