ইনসাইড পলিটিক্স

'যারা ব্রিজ থেকে ফেলে দিতে চায়, তাদের নিমন্ত্রণে বিএনপি যেতে পারে না'


প্রকাশ: 22/06/2022


Thumbnail

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি যাবে না বলে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা ব্রিজ থেকে ফেলে দিতে চায়, তাদের নিমন্ত্রণে বিএনপির কোনো নেতা যেতে পারে না।’

বুধবার (২২ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনইতো হবে না যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। তারা ক্ষমতা থেকে বিদায় নেয়ার পরেই নির্বাচন হবে। বিএনপিতে কোনো নেতৃত্ব শূন্যতা নেই বরং তাদের নেতৃত্ব সংকট আছে।’

তিনি আরও বলেন, বলা হয়েছে- বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিয়েছে, এই বলে মিথ্যাচার করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ২০০৪ সালে যে সমীক্ষা হয়েছে, সেটির ধারাবাহিকতায়ই আজকের পদ্মা সেতু। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭