ইনসাইড বাংলাদেশ

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিতুমীর কলেজ শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশ: 23/06/2022


Thumbnail

কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকার তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত ছাত্রের নাম ইউসুফ রেজা ওরফে রথি (২৪)। ইউসুফ রেজা রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, ইউসুফ রেজা সপরিবার দাউদকান্দি সদর উপজেলার দক্ষিণ গাজীপুরে থাকতেন। তার বাবা রেজাউল করিম সরকার ঠিকাদার। বুধবার দুপুরে বাসা থেকে মোটরসাইকেলে করে ইউসুফ রেজা পূবালী ব্যাংকের দাউদকান্দি শাখায় ৫০ হাজার টাকা তুলতে যান। সেখান থেকে তাঁর বাসায় ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। তাঁদের বাড়ির কাছের মসজিদের ইমাম ও মুয়াজ্জিন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশে পড়ে ছিল তার মোটরসাইকেলটি। এ সময় ইউসুফের মুখ দিয়ে লালা বের হচ্ছিল। তার কাছে থাকা ৫০ হাজার টাকা পাওয়া যায়নি। 

পরে ইমাম ও মুয়াজ্জিন তাদের বাসায় গিয়ে এ খবর জানান। পরে স্বজনেরা ইউসুফকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, বিকেল পাঁচটার দিকে ইউসুফকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বুধবার রাজধানীর পল্লবী ও বনানীতে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়েছেন ব্যবসায়ী ফারুক সিকদার (৩৫) ও কৃষক শফিকুল ইসলাম (৪৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, দুজনের কাছ থেকে অজ্ঞান পার্টির সদস্যরা মোট ১২ লাখ টাকা নিয়ে গেছেন।

হাসপাতালে ফারুকের ভাগনে তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফারুকের বাড়ি ঢাকার আশুলিয়ার জিরাবোতে। তিনি শার্ট–প্যান্টের ব্যবসা করেন। 

বুধবার সকালে বাসা থেকে চার লাখ টাকা নিয়ে প্যান্ট ও শার্ট কিনতে ঢাকায় আসেন। পরে এক ব্যক্তি ফারুকের পকেটে থাকা একটি মুঠোফোন থেকে কল করে স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ফারুক পল্লবীর পূরবী এলাকায় পড়ে আছেন। সেখান থেকে স্থানীয় বাসিন্দারা তাকে মিরপুরে ইসলামিয়া হাসপাতাল নিয়ে যান। পরে স্বজনেরা এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কৃষক শফিকুলের ছোট ভাই মো. আবদুস সামাদ বলেন, শফিকুল বুধবার ময়মনসিংহ জেলার নান্দাইল পলাশিয়া গ্রাম থেকে একটি ব্যাগে আট লাখ টাকা নিয়ে বনানীতে একটি অফিসের উদ্দেশে আসেন। তাদের ছোট দুই ভাই শরিফ ও আরিফ সৌদি আরবে যাবেন। তাদের ভিসার টাকা জমা দিতে এসেছিলেন তিনি‌।

আবদুস সামাদ জানান, দুপুরে তার মুঠোফোনে একটি কল আসে। তাকে বলা হয়, তার ভাই ঢাকার বনানীতে অচেতন অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে এসে দেখেন, ভাইয়ের সঙ্গে থাকা আট লাখ টাকা নেই।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭