ওয়ার্ল্ড ইনসাইড

শুধু পাকতিকা প্রদেশেই মৃত্যু হাজার ছাড়ালো


প্রকাশ: 23/06/2022


Thumbnail

নানা সংকটে জর্জরিত আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে এ ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত দেড় হাজারের বেশি মানুষ। দেশটির পাকতিকা প্রদেশেই নিহতের সংখ্যা প্রায় এক হাজার। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা, এএফপি ও রয়টার্স।

ভূমিকম্প প্রত্যন্ত এলাকায় আঘাত হানার কারণে তাৎক্ষণিকভাবে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। তাই হতাহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে নতুন ক্ষমতায় আসা তালেবান সরকার।

আফগানিস্তানের তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের বরাতে আল-জাজিরা জানায়, ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন। আহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। পাকতিকা প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ আমিন হুজাইফা বলেন, এ প্রদেশেই নিহতের সংখ্যা প্রায় এক হাজার। তিনি বলেন, ভূমিকম্পের সময় ব্যাপকভাবে ভূমিধসের ঘটনাও ঘটেছে। এতে বিস্তৃত এলাকার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক জায়গায় বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে আছেন বলে খবর পাওয়া যাচ্ছে। দূরবর্তী পাহাড়ি এলাকাগুলো থেকে বিস্তারিত তথ্য পেলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও আফগান সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি-ভিডিওতে ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া বাড়িঘর এবং স্ট্রেচারে আহত ব্যক্তিদের নিয়ে স্থানীয় মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। উদ্ধারকাজে হেলিকপ্টার মোতায়েন করেছে তালেবান সরকার। ছবি ও ভিডিওতে আহত অনেককে সামরিক হেলিকপ্টারে করে সরিয়ে নিতে দেখা গেছে।

বুধবারের ভূমিকম্পের পর জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা আনাস হাক্কানি টুইটে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি লেখেন, ‘পরিস্থিতি মোকাবিলায় সরকার তার সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করছি, এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও দাতা সংস্থাগুলো সহায়তা নিয়ে আফগানদের পাশে থাকবে।’

তালেবানের আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে জানান, বন্ধু দেশ আফগানিস্তানের এমন বিপদের সময়ে প্রয়োজনীয় জরুরি মানবিক সহায়তা নিয়ে পাশে থাকবে চীন।

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে। আফগানিস্তানে জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানেটেরিয়ান অ্যাফেয়ার্স (ইউএনওসিএইচএ) টুইটে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত সহায়তা দল পাঠানো হচ্ছে। অন্যদিকে আফগানিস্তানে ইইউর বিশেষ দূত থমাস নিকলাসসন টুইটে বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইইউ। জোটের সদস্যরা ক্ষতিগ্রস্ত আফগানদের সহায়তা পৌঁছে দিতে প্রস্তুত রয়েছে।

২০০২ সালের পর আফগানিস্তানে এটাই সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ওই বছর ২৫ মার্চ দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সর্বশেষ ২০১৫ সালের ২৬ অক্টোবর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০০ জনের প্রাণ যায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭