ইনসাইড গ্রাউন্ড

পিএসজির নতুন কোচ হচ্ছেন গালটিয়ের


প্রকাশ: 23/06/2022


Thumbnail

প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) নতুন কোচ হিসেবে ক্রিস্টোফ গালটিয়ের নাম জানিয়ে দিলেন স্বয়ং ক্লাবটির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি। ১৮ মাস আগে পিএসজির দায়িত্ব নেওয়া মাউরিসিও পোচেত্তিনোর স্থলাভিষিক্ত হবেন গালটিয়ে। 

তবে গালটিয়ে পিএসজিতে যোগ দেওয়ার আগে এমবাপের দল বদলের গুঞ্জনের মত জিদানের প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়ে বেশ ভালো গুঞ্জন শোনা যায়। তবে পরে পিএসজির কোচ না হওয়ার বিষয়টি নিজেই জানান জিদান। 

জিদানের এখন মূল লক্ষ্য ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে যোগ দেওয়া। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পিএসজি নয়, ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিতেই বেশি আগ্রহী।

জিদানের কাছ থেকে সরাসরি এমন উত্তরের পর পিএসজির কোচ নিয়োগের বিষয়ে বেশ ভালো দৌড় ঝাপ শুরু হয়। আগে থেকেই নিসের কোচ গালটিয়ের বিষয়ে তাদের খোঁজ খবর থাকলেও জিদানের ‘না’ বলে দেওয়ার পর গালটিয়েকে নেওয়ার বিষয়ে রীতিমত ঝাপিয়ে পড়ে পিএসজি। 

পিএসজি মালিক নাসের বলেছেন, “আমরা বেশ কয়েকজন কোচের নাম চূড়ান্ত তালিকায় রেখেছি। নিসের সঙ্গে আমাদের কথাবার্তা যে চলছে, তা গোপন করারও কিছু নেই।”

গালটিয়ের কোচিংয়ে ২০১০-২০১১ মৌসুমের পরে ২০২০-২০২১-এ ফরাসি লিগে চ্যাম্পিয়ন হয়েছিল লিলে। গত মৌসুমে এই ৫৫ বছর বয়সী ফরাসি ম্যানেজার দায়িত্ব নিয়েছিলেন নিসের। 

পিএসজি প্রেসিডেন্ট অবশ্য দাবি করেছেন, জিদানকে প্রস্তাব না দেওয়ার কথা। তিনি বলেছেন, “আমি জিনেদিন জিদানকে ফুটবলার ও কোচ, দুই ভূমিকাতেই পছন্দ করি। অনেক ক্লাব ও জাতীয় দলই তাকে দায়িত্ব দিতে আগ্রহী। কারণ, জিদান অসাধারণ কোচ। তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আমি তাকে সম্মান করি। তবে কখনওই আমরা পিএসজির কোচ হওয়ার ব্যাপারে জিদানের সঙ্গে কথা বলিনি।”

তিনি আরও বলেছেন,“আমরা জিদানের বিকল্প খুঁজে পেয়েছি। এমন একজনকে নিয়োগ করতে যাচ্ছি, যিনি আমাদের পরিকল্পনার জন্য উপযুক্ত।”

একই সঙ্গে উঠেছে কিলিয়ান এমবাপের প্রসঙ্গও। পিএসজি মালিক জানিয়েছেন, ফরাসি তারকা কোনও সময়ই এই ক্লাব ছেড়ে দিতে মানসিকভাবে তৈরি ছিলেন না। 

তিনি বলেছেন, “সংবাদমাধ্যম বিষয়টিকে যেভাবেই ব্যাখ্যা করুক, আমাদের এমবাপের এই ক্লাবে থাকা নিয়ে এক মুহূর্তের জন্যও সংশয় তৈরি হয়নি।”


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭