ইনসাইড বাংলাদেশ

‘আশ্রয় কেন্দ্রে থাকা জনগণের ঘরবাড়ির খেয়াল রাখা হচ্ছে’


প্রকাশ: 23/06/2022


Thumbnail

বন্যায় যারা ঘরবাড়ি ফেলে আশ্রয় কেন্দ্রে এসেছেন, পুলিশ তাদের ঘরবাড়ির দিকে নজর রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)  ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা মোকাবিলায় জনপ্রতিনিধি, গ্রামবাসী, প্রশাসন ও পুলিশ একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।  

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। পাহাড়ের ঢল আর বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে, যোগ করেন তিনি।  

আইজিপি আরও বলেন, বন্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে পুলিশ ত্রাণ বিতরণ করছে। বন্যা পরবর্তী সময়েও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করবে।

এর আগে তিনি হেলিকপ্টারে করে তাহিরপুর বাঁধঘাট স্কুল মাঠে পৌঁছান। সেখানে বানভাসিদের মধ্যে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরে বন্যা কবলিত কয়েকটি গ্রাম পরিদর্শন করে বিশ্বম্ভপুর থানায় আশ্রয় নেওয়া বন্যার্তদের মধ্যে খিচুরি বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭