ইনসাইড পলিটিক্স

‘পদ্মা সেতু হলে আওয়ামী লীগের না, সারা দেশের মানুষের উন্নতি হবে’


প্রকাশ: 23/06/2022


Thumbnail

পদ্মা সেতু হলে আওয়ামী লীগের উন্নতি হবে না, সারা দেশের মানুষের উন্নতি হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, পদ্মা সেতু হলে শুধু আওয়ামী লীগ সেতু দিয়ে পার হবেন না, সারা দেশের মানুষ এর মধ্য দিয়ে পারাপার করবেন।

বৃহস্পতিবার (২৩ জুন) সংসদে এসব কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, আজকে পদ্মা সেতু নিয়ে অনেকে কথা হচ্ছে। অনেকে অনেক ষড়যন্ত্র করেছেন। নোবেল পুরস্কার জয়ী থেকে শুরু করে  এদেশের অনেক মানুষ পদ্মা সেতু যেন না হয় তার জন্য চেষ্টা করেছিলেন। তারা একবার চিন্তা করেননি যে, পদ্মা ব্রিজ হলে শুধু আওয়ামী লীগের লোকেরা পার হবেন না, সারাদেশের মানুষ সেতু দিয়ে পার হবেন। তারা চিন্তা করেননি, এই পদ্মা ব্রিজের মাধ্যমে আওয়ামী লীগের উন্নতি হবে না, এই বাংলার অর্থনৈতিক উন্নতি হবে। এই পদ্মা ব্রিজের মাধ্যমে ওই দক্ষিণ অঞ্চলে বাণিজ্য কেন্দ্রিক একটা জায়গা গড়ে উঠবে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭