ওয়ার্ল্ড ইনসাইড

ডলারের বিপরীতে রুপির স্মরণকালের রেকর্ড দরপতন


প্রকাশ: 23/06/2022


Thumbnail

মার্কিন ডলারের বিপরীতে ভারতের ইতিহাসে রেকর্ড সর্বনিম্ন মানে লেনদেন শেষ করলো ভারতীয় রুপি। বৃহস্পতিবার (২৩ জুন) লেনদেনের সর্বনিম্ন মান ধরে রেখেছে দেশটি। বুধবার (২২ জুন) ডলারের বিপরীতে রুপির মান কমে সর্বনিম্ন ৭৮ দশমিক ৩২ রুপি রেকর্ড হয়েছিল। রুপির এই দরপতনের এখনো কোন উন্নতি হয়নি। 

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার দিনের শুরুতে আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান ছিল ৭৮ দশমিক ২৬। কিন্তু দিনের শেষে এর দর দাঁড়ায় বুধবারের সমান ৭৮ দশমিক ৩২ রুপি।

এইচডিএফসি সিকিউরিটিজের রিসার্চ অ্যানালিস্ট দিলীপ পারমার বলেন, সেফ হ্যাভেনের চাহিদা বাড়ায় মার্কিন ডলারের বিপরীতে মান হারিয়েছে ভারতীয় রুপি। তবে নিকট ভবিষ্যতে এর দরে আরও উত্থান-পতনের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, রুপি/ডলারের দর ৭৯ হওয়ার আগে ৭৮ দশমিক ১০ থেকে ৭৮ দশমিক ৫০-এর মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।

এলকেপি সিকিউরিটিজের ভিপি রিসার্চ বিশ্লেষক যতীন ত্রিবেদী দ্য মিন্টকে বলেছেন, অপরিশোধিত তেলের দাম যতক্ষণ ব্যারেলপ্রতি ৯৫ ডলারের ওপর থাকবে, ততক্ষণ রুপিও দুর্বল থাকতে পারে। তেলের দাম ৯৫ ডলারের নিচে নামলে তা ভারতীয় রুপির শক্তি জোগাতে সহায়তা করবে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭