ইনসাইড বাংলাদেশ

ভোটের হিসেবেও পদ্মা সেতু


প্রকাশ: 23/06/2022


Thumbnail

পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, আগামী নির্বাচনে পদ্মা সেতু হবে রাজনীতির ট্রামকার্ড। এই সেতুর কারণে দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগ নিরঙ্কুশ ভোট পাবে বলেও অনেকে ধারণা করছেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষদের জন্য ঢাকায় আসা-যাওয়া ছিলো একটি দুর্বিষহ স্মৃতি, অনেক ঝুঁকিপূর্ণ যাত্রা। সেখানে পদ্মা সেতু যেন তাদেরকে এক নতুন জীবন দিয়েছে। এ রকম পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের ২১টি জেলা এবং ৬৭টি আসনের কি হবে, সেটি একটি বড় প্রশ্ন। রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছেন যে, বিএনপি যে পদ্মা সেতু নিয়ে নানারকম সমালোচন করছে তার প্রধান কারণ হলো ভোটের হিসাব-নিকাশ। দেড় বছরেরও কম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে দক্ষিণাঞ্চলের ৬৭টি আসন যেকোনো রাজনৈতিক দলের জন্য একটি বড় প্লাস পয়েন্ট। আর পদ্মা সেতু হওয়ার কারণে দক্ষিণাঞ্চলের এই ২১টি জেলা আওয়ামী লীগের ভোট ব্যাংকে পরিণত হলো বলেও অনেকে মনে করছেন। ফলে নির্বাচনের যে গাণিতিক হিসাব-নিকাশ তা পাল্টে যাবে। আওয়ামী লীগের ভোট বা বিএনপির ভোট ব্যাংকের বাইরে গিয়ে সাধারণ মানুষ যারা পদ্মা সেতুর কারণে সরাসরি উপকৃত হয়েছেন, যারা এ পদ্মা সেতুতে আবেগাপ্লুত তারা আওয়ামী লীগকে যে ভোট দেবে এটা অনস্বীকার্য। পদ্মা সেতু শুধু অর্থনীতি নয়, বাংলাদেশের রাজনীতির হিসেব-নিকেশও পাল্টে দেবে।

পদ্মা সেতুর কারণে সরাসরি উপকৃত হবে বাংলাদেশের ২১টি জেলা। এই ২১ জেলায় যে ৬৭টি আসন রয়েছে সেই ৬৭টি আসনের একচ্ছত্র কর্তৃত্ব আওয়ামী লীগের হাতে যেতে পারে। এ কারণেই শুরু থেকেই পদ্মা সেতুর বিরোধিতা করেছিল বিএনপি। এমনিতেই মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুরসহ পদ্মা সেতুর কারণ উপকৃত জেলাগুলো আওয়ামী লীগ প্রবণ। তার উপর এই পদ্মা সেতু এখানে আওয়ামী লীগকে নিরঙ্কুশ জনপ্রিয়তা এনে দেবে। এটি বিএনপির জন্য বিপর্যয়কর। যদি একটি রাজনৈতিক দল নিরঙ্কুশভাবে একটি অঞ্চলে ৬৭টি আসন পায় তাহলে সেই দলটিকে হারানো কঠিন হয়ে যাবে। ফলে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলে যে সাধারণ ভোটারদের একটি বড় ভূমিকা থাকে সেই ভূমিকাটি পুরোপুরিভাবে অকার্যকর হয়ে পড়বে। কারণ, আওয়ামী লীগ যদি ৬৭টি আসনের মধ্যে ৬০টি আসনও পায় তাহলে অন্য অঞ্চলগুলোতে ১০০টি আসন আওয়ামী লীগের জন্য সহজে অর্জন করা যাবে। তাছাড়া শুধু এই ২১টি জেলা না, এর প্রভাব পড়বে পুরো বাংলাদেশে। আর তাই আওয়ামী লীগ এই পদ্মা সেতুকে আগামী নির্বাচনে তার অন্যতম প্রধান কার্ড হিসেবে ব্যবহার করতে চায়। আবার অন্যদিকে বিএনপি মনে করছে যে, এই পদ্মা সেতু নিয়ে যদি বিভ্রান্তি ছড়ানো যায়, পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে এই কথাটি যদি জোরেশোরে বলা যায় কিংবা পদ্মা সেতুর কারণে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন বিষয়গুলো এনে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেয়ার চেষ্টা করতে চায় বিএনপি। আর এ কারণেই এখন পদ্মা সেতু নিয়ে ভোটের রাজনীতির নতুন হিসেব-নিকেশ শুরু হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭