ইনসাইড পলিটিক্স

শিক্ষানীতি নিয়ে জামায়াতের ধৃষ্টতা!


প্রকাশ: 23/06/2022


Thumbnail

প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নতুন শিক্ষাক্রমের চূড়ান্ত রূপরেখায় ধর্মশিক্ষা বাদ দিয়ে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। নতুন প্রণীত শিক্ষানীতির ফলে ধর্মকে পূঁজি করে ধর্মীয় রাজনৈতিক সংগঠঙ্গগুলো এবং যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতে ইসলামী এই শিক্ষানীতির প্রতিবাদ জানিয়ে রীতিমতো ধৃষ্টতা দেখিয়েছে! নতুন এই শিক্ষানীতির ফলে দেশে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। বৃহস্পতিবার (২৩ জুন) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম গণমাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। ধর্মকে পূঁজি করে জামায়াতে ইসলামের উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদের রাজনীতির পথে নতুন শিক্ষানীতি বাধা হয়ে দাঁড়িয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশে চিহ্নিত যুদ্ধাপরাধীদের এই সংগঠন সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে একটি সহিংস পরিবেশ সৃষ্টির উদেশ্যে এখন শিক্ষানীতি নিয়ে সচেষ্ট হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭