ইনসাইড গ্রাউন্ড

স্পষ্ট করলেন সাকিব


প্রকাশ: 24/06/2022


Thumbnail

শ্রীলঙ্কার এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত তিন টেস্টে পেসারদের বিপক্ষে ভুগতে দেখা গেছে বাংলাদেশ দলকে। তবে এবার অধিনায়ক সাকিব আল হাসান স্পষ্ট করেই বলেছেন সবকিছু। তিনি বলেন, স্পিন কিংবা পেস নয়; বাংলাদেশ আসলে কোনো কঠিন কন্ডিশনেই সার্ভাইভ করতে পারেনি।

সাকিব বলেছেন, ‘শেষ তিন টেস্ট দেখলে এটা বলতে পারেন (পেসারদের বিপক্ষে ব্যর্থতা)। এর আগের দুই টেস্ট দেখলে বলবেন স্পিন। কঠিন কন্ডিশনে আমরা কখনও ওইভাবে সার্ভাইভ করতে পারিনি। আমাদের জন্য আরেকটা সুযোগ ও চ্যালেঞ্জ এখান কীভাবে ওভারকাম করতে পারি।’

সেন্ট লুসিয়ায় দুই ধরনের অভিজ্ঞতাই আছে বাংলাদেশের। ২০০৪ সালে সিরিজের প্রথম টেস্টে সেন্ট লুসিয়ায় দারুণ পারফর্ম করে ম্যাচ ড্র করেছিল টাইগাররা। তবে ২০১৪ সালে হারে ২৯৬ রানের বড় ব্যবধানে, দুই ইনিংসে অলআউট হয় ২০০ রানের নিচে। তবে পুরোনো অভিজ্ঞতা থেকে কিছু নেওয়ার নেই বলে মনে করেন সাকিব।

তিনি বলেন, ‘এতদিন আগের ম্যাচ ছিল, ওখান থেকে কিছু নেওয়ার আছে বলে মনে হয় না। গতকাল ভালো একটা ট্রেনিং সেশন করেছি, আজকে আরেকটা ভালো করে ম্যাচটা ভালোভাবে শুরু করতে চাই।’ 

‘আমরা শুধু ফোকাস করতে পারি কালকের ম্যাচের প্রথম দুই ঘণ্টা; সেটা বোলিং করি বা ব্যাটিং করি। তারপর থেকে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী খেলতে হবে, কিন্তু প্রথম দুইটা ঘণ্টা ভালোভাবে শুরু করতে চাই।’ 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭