ওয়ার্ল্ড ইনসাইড

আমেরিকা নিয়ে বাইডেনের বক্তৃতার ভিডিও ভাইরাল


প্রকাশ: 24/06/2022


Thumbnail

জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র, যিনি বিশ্বজুড়ে জো বাইডেন নামেই সুপরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট তিনি। বর্তমানে তার বয়স ৭৯ বছর। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তিনি।

বয়সের কারণে প্রায়ই তিনি বিভিন্ন বিষয় ভুলে যান। বক্তৃতার সময় ভুলে যান শব্দ। বিভিন্ন সময় গণমাধ্যমের খবরে তা উঠে এসেছে।

আবারও সে রকমই কাণ্ড করে বসলেন জো বাইডেন। এক কথায় আমেরিকাকে বর্ণনা করছিলেন তিনি। সে সময় বক্তৃতা করতে করতেই ভুলে যান ঠিক কী বলতে চাইছিলেন তিনি। শব্দটি খুঁজেই পাচ্ছিলেন না তিনি।

বাইডেনের সেই বক্তৃতার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পোডিয়ামে দাঁড়িয়ে কথা বলছেন বাইডেন। পাশে দাঁড়িয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ওই ছোট্ট ভিডিও ক্লিপে বাইডেন ব্যাখ্যা করছেন এক কথায় আমেরিকাকে একটি শব্দে কীভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু তিনি বলতে পারছেন না। শব্দ হাতড়াচ্ছিলেন বেশ কিছুক্ষণ ধরে।

এই ভিডিও ইতোমধ্যেই ৪০ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। তা নিয়ে নেটমাধ্যমে তির্যক মন্তব্যও কম হয়নি। তবে এই প্রথম নয়। এর আগেও ছোটখাটো বিচ্যুতি হয়েছে তাংর বক্তব্য। একবার তো কমলা হ্যারিসকেই আমেরিকার ‘ফার্স্ট লেডি’ বলে ফেলেছিলেন বাইডেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭