ইনসাইড বাংলাদেশ

পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন


প্রকাশ: 24/06/2022


Thumbnail

বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু সফলভাবে নির্মাণ সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শুক্রবার (২৪ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেশটির প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ অভিনন্দন জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপ্তিতে আপনাকে এবং দেশবাসীকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। 



সেতুটির উদ্বোধন ভ্রাতৃপ্রতীম বাংলাদেশের উন্নয়নের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী পদক্ষেপ। এটি বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধির পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পেরও প্রমাণ।

আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাতে এই সুযোগটি গ্রহণ করতে চাই।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার এই শুভেচ্ছা সাদরে গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭