ইনসাইড পলিটিক্স

আসিফ নজরুলও সমর্থন দিলেন না ফখরুলের দাবিকে


প্রকাশ: 24/06/2022


Thumbnail

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছিলেন যে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই দাবির সমর্থনে বিএনপির কোনো নেতাই কথা বলেননি। এমনকি বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড. আসিফ নজরুল আজ এক কলামেও মির্জা ফখরুল ইসলামের পাশে এসে দাঁড়াননি। 'পদ্মা সেতুর আসলে কোনো শত্রু নেই' শিরোনামে আসিফ নজরুলের এই কলামটি প্রকাশিত হয়েছে সংস্কারপন্থীদের মুখপত্র দৈনিক প্রথম আলোর মতামত বিভাগে। প্রথম আলোর এই লেখাতে আসিফ নজরুল দাবি করেছেন যে, পদ্মা সেতুর আসলে কোনো শত্রু নেই। তিনি তার লেখা লিখেছেন 'আওয়ামী লীগ আমলে সরকারি অর্থায়নে এই সেতু প্রি-ফিজিবিলিটি স্টাডি হয় ১৯৯৮-৯৯ সালে। এরপর ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি এই সেতুর পরিকল্পনার কাজ এগিয়ে নিয়ে গেছে নানাভাবে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সেতুর চারটি সম্ভাব্য রুটের মধ্যে মাওয়া-জাজিরা রুটকে চূড়ান্ত করা। এর ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা। জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় সম্পন্ন এসব কাজের উপর রিপোর্ট তখনকার পত্রিকাগুলোতে প্রকাশিত হয়। বিডি নিউজ ২০০৫ সালের ১৫ মে'র সংবাদ অনুসারে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদ্মা সেতুর কাজ অবিলম্বে শুরু হবে বলে ঘোষণা দেন। ২০০৬ সালে তার শাসনামলের শেষ দিকে জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ ব্যবস্থাপনার পরিকল্পনাও নেওয়া হয়।'

আসিফ নজরুলের এই লেখা থেকেই বোঝা যায় যে, বিএনপি'র সবকিছু পরিকল্পনার মধ্যেই ছিল। বিএনপি বাস্তবে পদ্মা সেতুর জন্য কোনরকম উদ্যোগ গ্রহণ করেনি। এই সমস্ত পরিকল্পনাগুলো আসলে যেকোনো কাজকে আটকে দেওয়ার একটি কৌশলমাত্র। আসিফ নজরুল তার এই লেখাতে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেছেন। তিনি লিখেছেন, 'পদ্মা সেতু নির্মাণের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মবিশ্বাস, দৃঢ় প্রতিজ্ঞা এবং উচ্চাকাঙ্ক্ষার একটি অসাধারণ স্মারক। বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগে এই সেতুর নির্মাণের ঋণ বাতিল করে দিলে অন্যান্য দাতাগোষ্ঠীর ব্যাংকও সরে পরে। যাকে নিয়ে দুর্নীতির অভিযোগ ছিল আওয়ামী লীগ সরকার থেকে সেই যোগাযোগ মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। সংশ্লিষ্ট সচিবকে গ্রেফতারের ঘটনাও ঘটে। এ নিয়ে সরকারের সমালোচনায় মুখর হয়ে ওঠে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজের নেতারা। এই সমালোচনা অনাকাঙ্ক্ষিতও হতে পারে। এর মধ্যে বাড়াবাড়ি এমনকি বিদেশও থাকতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে ঠিক আগের বিএনপি আমলেও দুর্নীতির অভিযোগ উঠলে আওয়ামী লীগ তো বটেই বিভিন্ন নাগরিক সংগঠনও বিএনপি সরকারের কঠোর সমালোচনা করতে বিন্দুমাত্র পিছপা হতো না।' অর্থাৎ দেখা যাচ্ছে যে, আসিফ নজরুল এবং বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা তাদের অবস্থান থেকে সরে সরে গেছেন। এখন পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর খালেদা জিয়া স্থাপন করেছেন এরকম বক্তব্যের দাবিদার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশে কেউ নেই।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭