ইনসাইড বাংলাদেশ

পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেফতার


প্রকাশ: 24/06/2022


Thumbnail

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু বকর সিদ্দিক (৩৭) নামে  এক পলাতক আসামিকে  গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওই আসামীই পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম গ্রেফতার হওয়া আসামি। জানা গেছে এর আগে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মই বেয়ে পালিয়ে গিয়েছিলেন। 

বুধবার (২২ জুন) শরীয়তপুর পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আবু বকর সিদ্দিক সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডিপুর এলাকার মৃত কেছের আলীর ছেলে। 

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ বন্দি ছিলেন আবু বকর সিদ্দিক।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিনাকান্দি চৌরাস্তা এলাকায় আবু বকর ঘোরাফেরা করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। এর পরই তাকে আমরা গ্রেফতার দেখাই। আবু বকর পদ্মা সেতু দক্ষিণ থানার প্রথম গ্রেফতারকৃত আসামি।’

প্রসঙ্গত, ২০২০ সালের ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বকর সিদ্দিক মই বেয়ে পালিয়ে যায়। হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড হয়। পরে আপিল করলে সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০১২ সাল থেকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭