ইনসাইড বাংলাদেশ

পদ্মা সেতুর উদ্বোধনের ৩ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান মাতাবেন যারা


প্রকাশ: 24/06/2022


Thumbnail

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ বরেণ্য শিল্পীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে আয়োজকরা।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় এই স্থানে আলোকসজ্জা এবং সাউন্ড সিস্টেমের কাজ শেষ হয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৫, ২৬ ও ২৭ জুন এখানে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

মুন্সীগঞ্জ  উক্ত অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে ২৭ হাজার ‌স্কয়ার ফিটের মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

আগামীকাল (২৫ জুন) থেকে ২৭ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এখানে বণার্ঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সরেজমিনে আজ (শুক্রবার) বিকেলে শিমুলিয়া ৩ নং ঘাটের কাছে পার্কিং ইয়ার্ডে গিয়ে দেখা যায় মাঠের মধ্যে ইতোমধ্যে তৈরি করা হয়েছে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানস্থল। মঞ্চের কাজ শেষ পর্যায়ে, চলছে আলোকসজ্জা এবং সাউন্ড সিস্টেমের কাজ। ওই স্থানে কাজ করা কর্মচারী-কর্মকর্তারা জানালেন পদ্মাপারে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যে মঞ্চটি তৈরি করা হয়েছে তা দেশ সেরা। 

জেলা প্রশাসন মুন্সীগঞ্জ সূত্রে জানা গেছে ২৫ থেকে ২৭ জুন বিকেল ৪টা হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৩ দিনব্যাপী এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য শিল্পী মিলা, নিশিতা বড়ুয়া, বিজয়, মামুন, হাসান কার্নীয়া, প্রীতম, কনা, অনন্ত, বর্ষা, বাঁধন, ফেরদৌস, পূর্ণিমা ও মমতাজ এমপি।

এখানে ব্যান্ড শিল্পীর মধ্যে ব্যান্ড লালন, ওয়ারফেজ, ওল্ড স্কুল, শিরোনামহীন, স্পন্দন রনি, পাভেল, আরমান, দেবাশীষ, মৌসুমী মৌ এবং তৌহিদা শ্রাবন্ন্য গান পরিবেশন করবেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল বলেন, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এখানে ৭ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু বন্যা পরিস্থিতির কারণে এখন তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭