ইনসাইড বাংলাদেশ

রেহানা, জয়, পুতুল এবং ববিকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী


প্রকাশ: 25/06/2022


Thumbnail

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চে উঠে যেন তিনি একসঙ্গে অনেকগুলো মুহূর্তকে ধারণ করেছিলেন। পদ্মা সেতু নিয়ে তার পরিবারের ওপর যে কুৎসিত অপপ্রচার সেই অপপ্রচারের জবাব তিনি যেমন দিলেন, তেমনি এই পদ্মা সেতুই যেন তার জবাব। আর এই শুভক্ষণে তিনি তাদের প্রতি ধন্যবাদ জানালেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বললেন যে, আমার ছোট বোন শেখ রেহানা, আমার ছেলে সজীব ওয়াজেদ, আমার মেয়ে সায়মা ওয়াজেদ, রেদওয়ান মুজিব ববিকে আমি ধন্যবাদ জানাই। পদ্মা সেতু নিয়ে তারা কুৎসিত আক্রমণের শিকার হয়েছিল, তাদেরকে অপবাদ দেয়া হয়েছিল, নোংরা অপপ্রচার করা হয়েছিল।

একই সাথে প্রধানমন্ত্রী এই সেতু নির্মাণের বিভিন্ন পর্যায়ে অপপ্রচারে যারা ক্ষতবিক্ষত হয়েছিল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং তৎকালীন যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকেও ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তার উদ্বোধনী ভাষণে বলেন যে, এই সব অপমানের জবাব পদ্মা সেতু।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭