ইনসাইড বাংলাদেশ

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনূসের সমালোচনায় প্রধানমন্ত্রী


প্রকাশ: 25/06/2022


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এখনো বক্তব্য রাখছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পদ্মা সেতু নিয়ে যেভাবে সমালোচনা হয়েছে এবং জনগণের সম্মিলিত শক্তিতে, সাহসে যেভাবে পদ্মা সেতু হয়েছে তার আদ্যোপান্ত বিবরণ তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের এক পর্যায়ে আবারও ড. মুহাম্মদ  ইউনূসের কঠোর সমালোচনা করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, যখন বিশ্বব্যাংক পদ্মা সেতুর সহায়তায় এগিয়ে আসে, তখন একজন ব্যাংকের এমডি, তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক তাকে বললো যে, তিনি আইন অনুযায়ী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকতে পারবেন না। তাকে এ্যামেরিটাস উপদেষ্টা হিসেবে রাখার প্রস্তাব দেয়া হলো। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি সরকারের বিরুদ্ধে মামলা করলেন। শুধু মামলা নয়, তার কারণেই পদ্মা সেতু থেকে সরে এল বিশ্বব্যাংক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু তাই নয়, অন্যান্য দাতা সংস্থাগুলো এখান থেকে সরে গিয়েছিল। কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমরা জনগণের শক্তিতে আজ পদ্মা সেতুকে সফল করেছি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭