ইনসাইড বাংলাদেশ

ভিডিও কলে জয়কে যুক্ত করলেন প্রধানমন্ত্রী


প্রকাশ: 25/06/2022


Thumbnail

উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতুর। পদ্মা সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ভিডিও কলে যুক্ত করে পদ্মা সেতুর চারপাশের দৃশ্য এবং জনসমাগমের চিত্র দেখান। তারপর তিনি সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলে এই সময়টিকে স্মরণীয় করে রাখেন।

শনিবার (২৫ জুন) দুপুর ১২টা ৮ মিনিটে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন শেষে মা-মেয়ের স্মৃতিময় এ সময়টি ফ্রেমে আবদ্ধ করতে দেখা যায়।

পদ্মা সেতুর উদ্বোধনস্থলের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে কিছুটা সরে গিয়ে মা ও মেয়ে ছবি তোলেন। এরপর সায়মা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক সেলফি তোলেন এবং শেখ হাসিনার অনেকগুলো একক ছবি তুলে দেন।

একপর্যায়ে পাশে থাকা নিরাপত্তারক্ষীকেও ফোনে তোলা ছবি দেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭