ইনসাইড পলিটিক্স

সহ্যের সীমা লঙ্ঘন করলে ‘হাটে হাঁড়ি’ ভেঙে দেবো: সাক্কু


প্রকাশ: 25/06/2022


Thumbnail

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। সহ্যের সীমা লঙ্ঘন করলে আমিও ‘হাটে হাঁড়ি’ ভেঙে দেবো।

শনিবার (২৫ জুন) বিকেলে নগরীর নানুয়ার দিঘিরপাড় নিজস্ব বাসভবনে সাবেক মন্ত্রী লে. কর্নেল আকবর হোসেনের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এই দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির সাবেক নেতা এবং সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

সাক্কু বলেন, যদি ২০২৩ সালে দেশে স্বাভাবিক পরিস্থিতি থাকে। আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো। এছাড়াও আগামী কোরবানির ঈদের পরে আনুষ্ঠানিকভাবে দলের কার্যক্রমে অংশগ্রহণ করবো।

কুমিল্লা নগরীর ২৭ টি ওয়ার্ড ও সদর আসনের ছয়টি ইউনিয়নের সাক্কুর অনুসারীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সাক্কুর ছোট ভাই আইনজীবী কাইমুল হক রিংকু, বিএনপি নেতা নজরুল হক ভুইয়া স্বপনসহ দলীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৫ জুন অনুষ্ঠিত কুসিক নির্বাচনে সাক্কু ৩৪৩ ভোটে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতের নিকট পরাজিত হন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭