ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়ার বিরুদ্ধে হিমার্স ব্যবহার শুরু করেছে ইউক্রেন


প্রকাশ: 25/06/2022


Thumbnail

যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেট সিস্টেম ব্যবহার শুরু করছে ইউক্রেন।  রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন রকেট ব্যবস্থা আঘাত হেনেছে। 

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি জালুঝনি।  

শনিবার (২৫ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার রকেট ব্যবস্থার মোকাবিলায় মার্কিন হিমার্স ব্যবস্থা প্রয়োজন বলে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে চাহিদা জানিয়ে আসছিল ইউক্রেন। কিয়েভ মনে করে, এই ব্যবস্থা দিয়ে দোনবাসে রুশ বাহিনীর অগ্রগতি ঠেকানো সম্ভব।

দূরপাল্লার এই ক্ষেপনাস্ত্র সরবরাহে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই প্রতিক্রিয়াকে আমলে নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শর্ত দিয়েছিল, এই ক্ষেপনাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার যাবে না।

গত বৃহস্পতিবার (২৩ জুন) ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ যুক্তরাষ্ট্রের দেওয়া হাই মোবিলিটি আর্টিলাটি রকেট সিস্টেমস (হিমার্স) তার দেশে পৌঁছানোর খবর জানিয়েছিলেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭