লিট ইনসাইড

পদ্মা সেতু


প্রকাশ: 25/06/2022


Thumbnail

আমি আজ এসেছি ওই জেদি মেয়েটির কথা বলতে-
আমি এসেছি রাত্রিজাগা ওই বহ্নিশিখার কথা বলতে,

তাঁকে দাবিয়ে রাখা যায়নি
দাবিয়ে রাখা যাবে না ভবিষ্যতে।

আমি এসেছি স্পষ্টভাষী একেলা চলা ওই সাহসী মেয়েটির কথা বলতে-
বজ্রের মতো কঠোর ফুলের মতো কোমল,
দহন তেজে রুখেছে অপরাধীর ভয়াল ছোবল।

আমি আজ এসেছি আশৈশব তুখোড় সতত ওই বালিকার কথা বলতে- 
বাংলার মাঠে বাংলার ঘাটে ছুটেছে রৌদ্রদুপুর, 
শক্ত পায়ে কাঁঠালে-পলাশে হেঁটেছে বহুদূর। 
আমি আজ এসেছি তেজি একরোখা 
দূরদর্শিনী ওই বুদ্ধিমতীর কথা বলতে
আগলে রেখেছে বাঙালির সম্মান অহংকার, 
কখনোই ভয় করেনি কোনো কিছু হারাবার।

আমি আজ এসেছি,
পাহাড়সম দৃঢ়তা আর আকাশচুম্বী ওই দেশপ্রেমিকের কথা বলতে-
খুঁজে ফেরে জায়নামাজ নির্ঘুম রাতের কিনারে,
বেদনার তসবি জপে ফরিয়াদ খোদার দরবারে।

সীতারামের চোখের জল ঝরে যায় মরে যাওয়ার শর্তে-
ওই জেদি মেয়েটি স্বপ্ন বাঁচিয়ে রাখে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে।

দেশ-বিদেশ সকল ষড়যন্ত্রের জাল ছিঁড়ে, 
মৃত্যুর সাথে কত শতবার পাঞ্জা লড়ে, 
এক লাখ চল্লিশ হাজার ঘনমিটার পানির তলে-
একটির পর আরেকটি পাইল ফেলে ফেলে, 
বিশ্বের শ্রেষ্ঠ চৌদ্দটি মেধার প্রয়োগ বলে, 
মিথ্যে গুজব নিন্দুক দৃষ্টি যত অপচেষ্টা অনাসৃষ্টি, 
ভেসে গেছে আজ পদ্মার বানের জলে। 
সকল বাধাবিপত্তি মাড়িয়ে-বিশ্বব্যাংক ছাড়িয়ে, 
নিজেদের অর্থায়নে ওই জেদি মেয়েটির নেতৃত্বে-
পদ্মা সেতু-আজ দৃশ্যমান।

বিশ্ব আজ আছে মুখিয়ে
আছে সম্মানের হাত বাড়িয়ে
ভারত বলে দশভুজা 
ইউনেস্কো বলে শান্তিবৃক্ষ
বিশ্ব মঞ্চের অনিন্দ্য এক কণ্ঠ।

আমি আজ বলতে এসেছি অবিরত বলতে চাই-
বিশ্বের বিস্ময় ওই জাদুকরের নাম 
শেখ হাসিনা বাংলাদেশের সুনাম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭