ইনসাইড পলিটিক্স

তিন দিনের সফর শেষে দেশে ফিরলেন জিএম কাদের


প্রকাশ: 26/06/2022


Thumbnail

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের তিন দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন। 

রোববার (২৬ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

এদিকে প্রায় আট মাস চিকিৎসাধীন থাকার পর আগামীকাল (২৭ জুন) দেশে ফিরবেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী নেতা রওশন এরশাদ।

বিমানবন্দরে নামার পর জিএম কাদের বলেন, বেগম রওশন এরশাদ ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তার শারীরিক অবস্থার আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আগামীকাল তিনি দেশে ফিরবেন।

তিনি আরও বলেন, রওশন এরশাদকে স্বাগত জানাতে দলীয় নেতা-নেতাকর্মীদের মধ্যে যাদের সুযোগ আছে, তারা যেন আগামীকাল দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকেন। যারা সাক্ষাৎ করতে ইচ্ছুক, তারা যেন রওশন এশাদের অনুমতি সাপেক্ষে এবং শারীরিক অবস্থা বিবেচনায় রেখে যোগাযোগ করেন।

বিমানবন্দরে জাতীয় পার্টির  চেয়ারম্যানকে স্বাগত জানান দলের প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের প্রমুখ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭