ওয়ার্ল্ড ইনসাইড

পাখির সাথে ধাক্কা, জরুরি অবতরণ যোগী আদিত্যের হেলিকপ্টারের


প্রকাশ: 26/06/2022


Thumbnail

মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লেগে জরুরি অবতরন করে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বহনকারী একটি হেলিকপ্টার। 

রবিবার (২৬ জুন) সকালে বারাণসীতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জেলা প্রশাসক কৌশলরাজ শর্মা। 

জানা গেছে, উড্ডয়নের ঠিক পরেই পাখির সঙ্গে ধাক্কা লাগে হেলিকপ্টারটির। বারাণসীতে দুই দিনের সফরে ছিলেন যোগী আদিত্যনাথ।বারাণসী থেকে সুলতানপুরের উদ্দেশ্যে যাত্রা শুরুর করেছিলেন তিনি। 

পথিমধ্যে মাঝ আকাশে ঘটে এমন বিপত্তি। পাখির সঙ্গে ধাক্কা লাগায় পরবর্তী যাত্রায় ঝুঁকি তৈরি হয়। ফলে আর অপেক্ষা না করে তড়িঘড়ি তার হেলিকপ্টারটিকে বারাণসীর পুলিশ লাইনে জরুরি অবতরণ করানো হয়। হেলিকপ্টারের জরুরি অবতরণের পরে লখনউয়ের ফ্লাইটে উঠেন তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭