ইনসাইড গ্রাউন্ড

লিড তুলতেই নেই ৬ উইকেট, এখনও ৪২ রানে পিছিয়ে টাইগাররা!


প্রকাশ: 27/06/2022


Thumbnail

সেন্ট লুসিয়া টেস্টে আবারও বিপর্যস্ত অবস্থায় টিম টাইগারর্স। অবস্থা এতটাই খারাপ যে, ক্যারিবিয়দের প্রথম ইনিংসে দেওয়া ১৭৪ রানের লিড তুলতেই দ্বিতীয় ইনিংসে দিন শেষে পড়ে গেছে ৬ উইকেট। কেই যেনো উইকেটে থিতু হতে পারছেন না। স্কোরবোর্ড দেখলে অবশ্য তাই অনুমান করা যায়।

তামিম ইকবাল ৪ (৮), মাহমুদুল হাসান জয় ১৩ (২১), নাজমুল শান্ত ৪২ (৯১), এনামুল বিজয় ৪ (৭), লিটন দাস ১৯ (৩২), সাকিব আল হাসান ১৬ (৩২), নুরুল হাসান সোহান ১৬(১৪)*, মেহেদী মিরাজ ০(১৩)*। সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিন শেষে, বাংলাদেশের দ্বিতীয় ইনিংস সামারিটা এমনই।

এখনও ক্যারিবীয়দের থেকে ৪২ রানে পিছিয়ে আছে সাকিব আল হাসানের দল। এখন শেষ ভরসা হয়ে সলতেতে প্রদীপ জ্বেলে আছেন সোহান আর মিরাজ। তারপর আছেন তিন পেসার খালেদ আহমেদ, এবাদত হোসেন আর শরীফুল ইসলাম।

কেমার রোচ আর আলজারি জোসেফের তোপে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত সাকিব আল হাসানের দল তুলতে পেরেছে ১৩২, হারিয়েছে ৬ উইকেট।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪০৮ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা, বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ নিয়েছেন ৫ উইকেট।

অন্যদিকে নিজেদের প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সবমিলিয়ে চতুর্থ দিনে কতোটা প্রতিরোধ গড়তে পারবে বাংলাদেশ এখন সেটাই দেখার অপেক্ষা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭