ইনসাইড বাংলাদেশ

গাড়ি থামিয়ে পদ্মা সেতুতে মিউজিক ভিডিও, গুনলেন জরিমানা


প্রকাশ: 27/06/2022


Thumbnail

পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে মিউজিক ভিডিও করার অপরাধে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুন) দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম ফখরুল আলম, বাড়ি কুমিল্লায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদ্মা সেতুতে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। আদালত পরিচালনাকালে দেখা যায়, সেতুর মাঝখানে প্রাইভেটকার দাড় করিয়ে কয়েকজন মিউজিক ভিডিও করছেন। তারা কুমিল্লা থেকে এসেছেন। কিন্তু সেতুতে গাড়ি পার্কিং ও যাত্রী অবস্থানে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭