ইনসাইড বাংলাদেশ

কোম্পানীগঞ্জে পদ্মা সেতু নিয়ে নেতিবাচক মন্তব্য করায় ১জন গ্রেপ্তার


প্রকাশ: 28/06/2022


Thumbnail

ফেসবুকে পদ্মা সেতু নিয়ে বাজে মন্তব্য করায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবুল কালাম আজাদ (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৭ জুন) রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আবুল কালাম আজাদ উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের আবুল হাশেমের ছেলে।

জানা যায়, আবুল কালাম পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন গত শুক্রবার রাতে একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ দেখেন যে, পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। ওই নিউজে আবুল কালাম আজাদ কটূক্তি করে কমেন্টস করেন ‘আমি ......... ছবি তলুম’। পরে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে তারা গত শনিবার সন্ধ্যায় তার মুঠোফোন থানা হেফাজতে রেখে তদন্ত করে। এরপর সোমবার সন্ধ্যার দিকে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।  

এ বিষয়ে চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক করে এ ধরনের মন্তব্য করা হয়েছে।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি বলেন, আপাতত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। লিংকগুলো কোথা থেকে আসল, তার বিরুদ্ধে আর কী কী অভিযোগ আছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭