ওয়ার্ল্ড ইনসাইড

সিরিয়ায় আল-কায়েদা নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের


প্রকাশ: 28/06/2022


Thumbnail

সিরিয়ায় আল–কায়েদা সংশ্লিষ্ট এক নেতাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার দেশটির ইদলিব প্রদেশে চালানো এ অভিযানে আল–কায়েদার সঙ্গে সম্পর্ক রাখা জ্যেষ্ঠ নেতা আবু হামজার ওপর হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

মধ্যপ্রাচ্যে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, "আল–কায়েদাঘনিষ্ঠ সংগঠন হুরুস আল দীনের নেতা আবু হামজাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তিনি ওই সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন। এতে ওই নেতা নিহত হন।" 

বিবৃতিতে আরও বলা হয়েছে, আবু হামজা না থাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর সংগঠনটির আক্রমণ বাধাগ্রস্ত হবে।

সিরিয়ার মানবাধিকার সংগঠন সিরিয়ান সিভিল ডিফেন্স এক টুইট বার্তায় জানিয়েছে, মধ্যরাতের আগে হামজাকে হত্যা করা হয়। তাঁর মোটরসাইকেলে দুটি রকেট আঘাত হানে। তাঁর মরদেহ ইদলিব শহরের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।


সূত্র: আল–জাজিরা



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭