ওয়ার্ল্ড ইনসাইড

ব্রিকসে যোগ দেবে ইরান ও আর্জেনটিনা


প্রকাশ: 28/06/2022


Thumbnail

অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য হতে আবেদন করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরান ব্রিকসের সদস্যপদ পেলে সংস্থার মূল্য বৃদ্ধি হবে। অর্থনৈতিক এই জোটটি  ব্রাজিল, রাশিয়া, ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত।

আল জাজিরার খবরে বলা হয়েছে,  রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা পৃথকভাবে জানিয়েছেন, ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনাও ব্রিকসে যোগদানের আবেদন করেছে। 

মারিয়া জাকারোভা বলেন, হোয়াইট হাউস যখন বিশ্বকে থামানো, নিষিদ্ধ ও ধ্বংসের চেষ্টা চালাচ্ছে তখন ইরান ও আর্জেন্টিনা ব্রিকসে যোগদানের আবেদন করেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭