ওয়ার্ল্ড ইনসাইড

উপনিবেশকালে ‍লুট করা প্রত্নবস্তু ফেরত দেবে জার্মানি


প্রকাশ: 28/06/2022


Thumbnail

আফ্রিকান দেশগুলো থেকে উপনিবেশের সময় লুট করা ‘অমূল্য প্রত্নবস্তু’ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

বার্লিন ভিত্তিক প্রুশান কালচারাল হেরিটেজ ফাউন্ডেশন সোমবার জানিয়েছে, প্রত্নবস্তুগুলো ফেরত দিতে তারা নামিবিয়া, তানজানিয়া এবং ক্যামেরুনের সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন। জার্মানির এই প্রতিষ্ঠানটি বার্লিনে অনেক জাদুঘর পরিচালনা করে।

প্রত্নবস্তুর মধ্যে দেবী এনগনসোর মূর্তি রয়েছে। উত্তর ক্যামেরুনে এই মূর্তির ব্যাপক আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। একইসঙ্গে জার্মানির বোর্ড  অলংকারসহ ২৩ প্রত্নবস্তু ফিরিয়ে দিতে সম্মত হয়েছে।

এসব প্রত্নবস্তু জার্মানির উপনিবেশ স্থাপনের (১৮৮৪ সাল থেকে ১৯১৯ সালের মধ্যে) সময় চুরি করা হয়। বস্তুগুলো ইতোমধ্যে গবেষণার স্বার্থে নামিবিয়ায় পাঠানো হয়েছে এবং সেখানেই থাকবে।


সূত্র: আল জাজিরা 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭