ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনের শপিংমলে ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ১৮


প্রকাশ: 28/06/2022


Thumbnail

ইউক্রেনের শপিংমলে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হয়েছে ১৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই হামলার ঘটনাকে 'ন্যক্কারজনক' বলে অভিহিত করেছেন বিশ্বনেতারা। সূত্র: রয়টার্স 

দেশটির মধ্যাঞ্চলের শহর ক্রেমেনচাকে শপিংমলে রুশ ক্ষেপনাস্ত্র হামলাকে ‘সম্পূর্ণ অসুস্থ’ আক্রমণ বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড। 

এক টুইট বার্তায় তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল মঙ্গলবার ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার নৃশংসতা নিয়ে আলোচনা করবে। তিনি বলেন, রাশিয়াকে অবশ্যই জবাদিহিতার আওতায় আনতে হবে। 

রয়টার্স সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকে এই অপরাধের জন্য রাশিয়াকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এদিকে জার্মানিতে সম্মেলনে অংশ নেওয়া শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭-এর নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘নিরপরাধ বেসামরিক মানুষের ওপর এভাবে নির্বিচার হামলা যুদ্ধাপরাধের শামিল। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭