ওয়ার্ল্ড ইনসাইড

ন্যাটোর ক্রিমিয়ায় প্রবেশে যুদ্ধের ইঙ্গিত রাশিয়ার


প্রকাশ: 28/06/2022


Thumbnail

ন্যাটো জোট সদস্যের ক্রিমিয়ায় অনধিকার প্রবেশ হবে রাশিয়ার সাথে যুদ্ধের শামিল এমন মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। 

সাবেক এই রুশ প্রেসিডেন্ট বলেন, ক্রিমিয়া রাশিয়ার অংশ এবং এটা সব সময়ের জন্য প্রযোজ্য। আর এই উপদ্বীপে কোনো ন্যাটো সদস্যের অনুপ্রবেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। আর এটার অর্থ— সমগ্র জোটের সাথে যুদ্ধ যা তৃতীয় বিশ্বযুদ্ধ। 

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ এখন রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি ইউরোপের আরো দুটি দেশ ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোর সদস্য পদের আবেদনের প্রেক্ষিতে ক্ষুব্ধ সাবেক এই রুশ প্রেসিডেন্ট। 

দেশ দুটির এই পদক্ষেপের প্রসঙ্গে মেদভেদেভ বলেন, তারা এটা করলে রাশিয়া সীমান্তে শক্তি বাড়াবে এবং প্রতিশোধের জন্য প্রস্তুত হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭