ইনসাইড বাংলাদেশ

চট্রগ্রামে করোনায় আক্রান্ত ৫৮


প্রকাশ: 29/06/2022


Thumbnail

চট্রগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫২১টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ১৩ শতাংশ।

বুধবার (২৯ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামের ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৪৬ জন মহানগর এলাকার এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৩৬ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৫৫৬জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৮০ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭