ইনসাইড ক্যারিয়ার

১৪ তম নিবন্ধনের ৪৮৩ জনকে নিয়োগে সুপারিশের নির্দেশ


প্রকাশ: 29/06/2022


Thumbnail

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৪৮৩ নিবন্ধনধারীদের বেসরকারি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগে সুপারিশ করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ জুন) এ বিষয়ে জারি করা পৃথক তিনটি রুলের চূড়ান্ত শুনানি শেষে, এ রায় দেন বিচারপতি জনাবা কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। আদালতে আবেদনের পরিচালনা করেন অ্যাডভোকেট এম মনিরুজ্জামান আসাদ ও অ্যাডভোকেট মো. ফারুক হোসেন।

পরে অ্যাডভোকেট ফারুক হোসেন বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ অর্জনের দীর্ঘদিন পরও তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি। পরে নিবন্ধনধারীদের মধ্যে ৪৮৩ জন সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে তিনটি রিট দায়ের করেন। এসব রিটের চূড়ান্ত শুনানি শেষে তাদের নিয়োগে সুপারিশের জন্য নির্দেশনা দিয়ে এই রায় দেওয়া হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭