ওয়ার্ল্ড ইনসাইড

অনুমোদন ছাড়া হজ্ব পালনে জরিমানার সিদ্ধান্ত সৌদির


প্রকাশ: 29/06/2022


Thumbnail

যথাযথভাবে সরকারের অনুমোদন না নিয়ে হজ্ব পালনে জরিমানা গুনতে হবে হাজিদের। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। 

বুধবার (২৯ জুন) দেশটির হজ্ব কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ যদি অনুমোদন ছাড়া হজ্ব করতে যায় তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। 

একটি টুইট বার্তায় মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সামি বিন মোহাম্মদ আল শুওয়াইরখ জোর দিয়ে জানিয়েছেন যারা হজ্ব করতে ইচ্ছুক তাদের প্রথমে সরকারি অনুমতি নিতে হবে।

তিনি আরও বলেন, মক্কার গ্রান্ড মসজিদে যাওয়ার পথের নিরাপত্তায় কর্মকর্তারা থাকবেন ও নিরাপত্তা নিশ্চিত করবেন। তাছাড়া পবিত্র স্থানে নিয়ম লঙ্ঘনকারীদের প্রতিরোধ করা হবে বলেও জানানা তিনি।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ্ব অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায় হজ্বযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

করোনাভাইরাস মহামারির কারণে সৌদি সরকারের বিধিনিষেধের মুখে গত দুই বছর বিদেশিরা হজ্ব পালন করতে পারেননি। এ বছর দেশি-বিদেশি মোট ১০ লাখ মানুষকে হজ্ব করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭